thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩১ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

স্ত্রীর হয়রানিতে চলচ্চিত্র নির্মাতার আত্মহত্যা

২০১৭ মে ১৫ ১১:৪৫:০৬
স্ত্রীর হয়রানিতে চলচ্চিত্র নির্মাতার আত্মহত্যা

দ্য রিপোর্ট ডেস্ক : স্ত্রীর হয়রানির কারণে অতুল বি তাপকির নামের এক মারাঠি চলচ্চিত্র নির্মাতা আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি ফেসবুকে সুইসাইড নোট লিখে গেছেন।

ভারতের মহারাষ্ট্রের পুনের একটি বিলাসবহুল হোটেল থেকে ওই নির্মাতার লাশ উদ্ধার করা হয়।

গত রবিবার (১৪ মে) অতুলের লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

৩৫ বছর বয়সী এই নির্মাতা মৃত্যুর আগে ফেসবুকে একটি ‘সুইসাইড নোট’ পোস্ট করেছেন। সেখানে তিনি চলচ্চিত্র নির্মাণে আর্থিক ক্ষতি এবং পারিবারিক জীবনে অশান্তির কথা উল্লেখ করেছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, গত শনিবার অতুল ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এটি অনেকটা সুইসাইড নোটের মতো। দীর্ঘ সেই পোস্টে তিনি লিখেন, মারাঠি ছবি ‘ঢোল তাশি’ প্রযোজনা করে আর্থিক ক্ষতির মুখে পড়ে তিনি বিষণ্ন। এটি কাটাতে বাবা ও বোন তাকে মানসিক দিক দিয়ে সমর্থন দিলেও স্ত্রী প্রিয়াঙ্কা তাকে হয়রানি করছেন বলে তিনি অভিযোগ করেন।

তার অভিযোগ, স্ত্রী তাকে ছয় মাস আগে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ছয় মাস ধরে তিনি বাড়ির বাইরে আছেন। সন্তানদের দেখতে পাচ্ছেন না। এই পোস্টে তিনি তার ঘটনাটি খতিয়ে দেখতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভির প্রতি আহ্বান জানিয়ে গেছেন।

ডেকান জিমখানা থানা-পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/মে ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর