thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১,  ২৮ রবিউস সানি 1446

আওয়ামী লীগ নেতাদের মন্তব্য

হাসিনার অধীনে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত খালেদার

২০১৭ জুন ১৬ ১৪:৩৯:৪৪
হাসিনার অধীনে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত খালেদার

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্প্রতি এক ইফতার অনুষ্ঠানে ধানের শীষে ভোট চেয়ে শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা।

শুক্রবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এ ধরণের মন্তব্য করেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই তিনি তার দলের জন্য ধানের শীষে ভোট চেয়েছেন। এই প্রথম তিনি আগামী নির্বাচনের জন্য ভোট চাইলেন। বিএনপির নেতারা যত কথাই বলুক না কেন খালেদা জিয়ার বক্তব্যে স্পষ্ট হয়েছে বিএনপি আগামী নির্বাচনে আসবে। শেখ হাসিনার অধীনেই খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন। ধানের শীষে ভোট চেয়ে তিনি সেটা স্পষ্ট করেছেন।’

তিনি বলেন, ‘চট্রগ্রামে পহাড় ধস নিয়ে বিএনপির নেতারা ঢাকায় বসে অনেক কথা বলছেন কিন্তু তারা দুর্গত মানুষের পাশে যাননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় সফরে বিদেশে গেছেন। তিনি সার্বক্ষণিক ঘটনার খোঁজ খবর রাখছেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। ঘটনার পরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখনে গেছেন। দূর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী সেখানে গেছেন। আওয়ামী লীগের স্থানীয় নেতারা সেখানে গেছেন। বিএনপির কেন্দ্রীয় নেতারা তো দুরের কথা স্থানীয় নেতারাও সেখানে যাননি, দূর্গত মানুষের পাশে দাঁড়াননি।’

ঢাকায় বসে সংবাদ সম্মেলন না করে বিএনপি নেতাদের দূর্গত এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সাবেক এই বন ও পরিবেশ মন্ত্রী।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘আমরা বিশ্বাস করি বিএনপি আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবে। আমরা বিএনপিকে ছাড়া নির্বাচন করতে চাই না, ফাঁকা মাঠে খেলতে চাই না। খালেদা জিয়াসহ বিএনপি নেতারা যত কথাই বলুক আমরা বিএনপিকে নিয়েই নির্বাচন করতে চাই। আসলে বিএনপি নির্বাচনে আসবে।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘কয়েক দিন আগে খালেদা জিয়া নির্বাচনে বিএনপির জন্য ভোট চেয়েছেন। এ ভোট চাওয়ার মধ্য দিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন শেখ হাসিনার অধীনেই তিনি নির্বাচনে আসবেন। তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। সহায়ক সরকার বলে কিছু নেই। সংবিধান অনুযায়ি নির্বাচন হবে।’

হাজি হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় কবি কাজী রোজি এমপি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুছ, এমএ করিম, অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

(দ্য রিপোর্ট/কেএ/এস/জুন ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর