thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১,  ২৮ রবিউস সানি 1446

বনানী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা

২০১৭ আগস্ট ১৫ ০৯:৪৫:৫৪
বনানী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী এ শ্রদ্ধা নিবেদন করেন।

বনানী কবরস্থানে প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন। এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী সকাল ৭টা ৪০মিনিটে বের হয়ে যাওয়ার পর বনানী কবরস্থান সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

এরপর যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা অাওয়ামী লীগ, তাতী লীগসহ সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে।

প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর কবরস্থানে মানুষের ঢল নামে। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর