thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১,  ২৮ রবিউস সানি 1446

মরক্কো উপকূলে ৬০০ অভিবাসী উদ্ধার

২০১৭ আগস্ট ১৭ ১০:৫৩:৫৯
মরক্কো উপকূলে ৬০০ অভিবাসী উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক : স্পেনের কোস্টগার্ড মরক্কো উপকূল থেকে ২৪ ঘণ্টায় ৬০০ অভিবাসীকে উদ্ধার করেছে। বুধবার (১৬ আগস্ট) ১৫টি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের ৩৫ জন শিশু একজন নবজাতক রয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এ তথ্য জানায়।

খবরে বলা হয়, এভাবে শরণার্থী আসতে থাকলে স্পেনের অবস্থাও গ্রিসের মতো হতে পারে। জাতিসংঘের মতে চলতি বছরেই এখন পর্যন্ত ৯ হাজার অভিবাসী স্পেনে এসেছে। গত বছরের তুলনায় যা প্রায় তিন গুণ।

এই যাত্রায় নৌকাডুবিতে প্রাণ হারিয়েছে ১২০ জন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, এভাবে শরণার্থী আসতে থাকলে স্পেন শরণার্থী আশ্রয়ের দিক দিয়ে গ্রিসকেও ছাড়িয়ে যাবে।

শরণার্থীদের বেশিরভাগই ছোট প্যাডেল বোটে করে ১২ কিলোমিটার সাগরপথ পাড়ি দিয়ে আসছে। এরজন্য পাচারকারীদের অর্থ দিতে হচ্ছে তাদের। কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্প্যানিশ কর্তৃপক্ষকে অবহিত করছে।

গত বছর এক লাখের মতো অভিবাসী লিবিয়া থেকে ইতালি পাড়ি দিয়েছে। আইওএমের মতে, এই পথে মারা গেছেন ২ হাজার ২৪২ জন।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর