thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

নড়াইলে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

২০১৭ আগস্ট ২৫ ১২:২৪:২০
নড়াইলে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যাকে (৫১) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার (২৫ আগস্ট) ভোর ৪টার দিকে খুলনার দিঘলিয়া উপজেলার চরমোচন্দপুর গ্রামে চেয়ারম্যানের বাগানবাড়িতে ঘুমন্ত অবস্থায় খুন হয়েছেন। পরে সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানাগেছে, নাহিদ মোল্যা বৃহস্পতিবার রাতে গাজীরহাট বাজার সংলগ্ন তার নিজ ভবনের দোতলায় জানালা খুলে ঘুমিয়ে ছিলেন। ভোর চারটার দিকে সন্ত্রাসীরা জানালা দিয়ে তাকে গুলি করে।

নাহিদ মোল্যার ভাইপো ঠান্ডা মোল্যা জানান, শুক্রবার ভোর রাত ৪টার দিকে বাড়িতে ঘুমন্ত অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। পরে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শমসের আলী দ্য রিপোর্টকে জানান, ঘটনাস্থল খুলনার দিঘলিয়া থানায় হওয়ায় সেখানে দিঘলিয়া থানার পুলিশ অবস্থান করছে। আর চেয়ারম্যানের ইউনিয়ন হামিদপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দেড় বছর আগে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হন। এক সময়ে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও ইউপি নির্বাচনের আগে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত হন।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর