thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি ধীরগতিতে

২০১৭ আগস্ট ২৯ ১০:১১:৪৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি ধীরগতিতে

টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাড়ি চলছে ধীরগতি। গাড়ির চাপ বেড়ে যাওয়া ও মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি বিকল হয়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি।

এছাড়া বঙ্গবন্ধু সেতু এলাকার টোল আদায়ে ধীর গতি থাকায় সেতু এলকায় থেমে থেমে যানজট দেখা দিচ্ছে।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের মির্জাপুর জোনের পরিদর্শক (টিআই) শাহাদৎ হোসেন সেলিম দ্য রিপোর্টকে জানান, গত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে কয়েকটি ট্রাক বিকল হয়ে যায়। গাড়িগুলো সরিয়ে নিতে কিছ্টুা সময় লেগে যায়। এ সময় ওই সকল এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়ে যায়।

এ দিকে বঙ্গবন্ধু সেতু এলাকায় ওজন স্কেল ও টোল আদায়ে ধীর গতির কারণে সেতু এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর