thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ৮ ডাকাত আটক

২০১৭ আগস্ট ৩০ ০৯:২০:২০
চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ৮ ডাকাত আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারের একটি খাবারের হোটেল থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ ৮ ডাকাত সদস্যকে আটক করেছে জেলা ডিটেক্টটিভ ব্রাঞ্চ (ডিবি)।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়। রাতেই তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটক ডাকাত সদস্যরা হলো- ঝিনাইদহ জেলার মহামায়া গ্রামের আজিবর আলীর ছেলে কোরবান আলী (৩০) ও তার ভাই লোকমান আলী (২৪), ঝিনাইদহ জেলার কোর্টচাদপুর উপজেলার রুদ্রপুর গ্রামের আফজাল মন্ডলের ছেলে লালচাঁদ (২৮), একই এলাকার আসাদুল ইসলামের ছেলে সোহানুর রহমান (২৫), কলম আলীর ছেলে আকিমুল ইসলাম (২৪), একই জেলার মহামায়া গ্রামের মরহুম জামাত আলীর ছেলে তরিকুল ইসলাম (৩২), গোপালপুর গ্রামের মরহুম এলেম মন্ডলের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৪) ও লালমনিরহাট জেলার ভাটিবাড়ি গ্রামের জামিনুর রহমানের ছেলে শহিদুল ইসলাম সজিব (২৪)।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীন মঙ্গলবার রাত ১০টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদিকদের জানান, আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারে একটি হোটেলে খাবার খাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল হোটেলে অভিযান চালিয়ে ডাকাত দলের ৮ সদস্যকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে একটি রিভলবার, গানপাউডার, কিছু মারবেল পাথর, ৮টি মোবাইল ও ৪টি টর্চলাইট উদ্ধার করে।

এ ব্যাপারে আটক ডাকাতদের নিবিড় জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা হবে বলেও জানান পুলিশ সুপার।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর