thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

শাহপরীর দ্বীপে আরও ১৯ রোহিঙ্গার লাশ উদ্ধার

২০১৭ আগস্ট ৩১ ১১:০১:০৫
শাহপরীর দ্বীপে আরও ১৯ রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : জেলার শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সমুদ্র সৈকত থেকে ১৯ রোহিঙ্গা শিশু ও নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৭ টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, টেকনাফে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী তিনটি নৌকা ডুবে ৯ নারী ও ১০ শিশুর মৃত্যু হয়েছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল আমিন বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবাহী তিনটি নৌকা সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে জোয়ারের পানিতে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সৈকতে লাশ ভাসতে থাকে। স্থানীয় লোকজন লাশগুলো ভাসতে দেখে আমাকে খবর দিলে ঘটনাস্থলে যাই। পরে স্থানীয় লোকজন সাগরে ভাসতে থাকা ১৯টি মৃতদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসে। বিষয়টি বিজিবি, কোস্টগার্ড ও পুলিশকে অবহিত করা হয়েছে।

টেকনাফ থানার ওসি মাঈন উদ্দিন জানান, পুলিশের একটি দল শাহপরীর দ্বীপে পাঠানো হয়েছে। বিস্তারিত ঘটনাস্থলে যাওয়ার পর বলা যাবে।

টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি; তবে বিস্তারিত পরে জানানো হবে। একটু সময় দিতে হবে।

উল্লেখ্য, বুধবার সকালে একটি নৌকা ডুবির ঘটনায় টেকনাফ শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মাঝেরপাড়া সৈকত থেকে চারজনের লাশ উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধার চারজনের মধ্যে দুজন নারী ও দুইজন শিশু।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর