thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

চট্টগ্রামে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যাচ্ছেন শুক্রবার

২০১৭ আগস্ট ৩১ ১১:৩৯:২৮
চট্টগ্রামে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যাচ্ছেন শুক্রবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্পিনারদের দাপটে ১১ বছর আগে ফতুল্লায় একেবারে জয়ের কাছাকাছি থেকেও হেরে যাওয়ার প্রতিশোধ নিল বাংলাদেশ। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ পেল ২০ রানের ঐতিহাসিক জয়। যদিও পথটা সহজ ছিল না।

এই জয়ের রেশ নিয়েই শুক্রবার সকাল পৌনে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একই ফ্লাইটে তাদের সাথে ঢাকা ত্যাগ করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলও। উদ্দেশ্য বন্দর নগরী চট্টগ্রাম।

সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে বন্দর নগরী চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসবি) । প্রথম টেস্টের দলটিকেই অপরিবর্তিত রেখেছেন।

চট্টগ্রাম টেস্টের প্রস্তুতি হিসেবে ঈদের দিন থেকে অনুশীলনে নামার কথা রয়েছে দু’দলেরই।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর