thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন পয়েন্টে যানজট

২০১৭ সেপ্টেম্বর ০১ ১১:৪১:১৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন পয়েন্টে যানজট

টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। ঈদে আগের দিন শুক্রবার (১ সেপ্টেম্বর) ঘরমুখী মানুষের চাপ বেড়ে যাওয়া এ যানজটের সৃষ্টি হয়েছে।

মহাসড়কের এলেঙ্গা, রসুলপুর, করটিয়া বাইপাস, ধেরুয়া রেলক্রসিং, পাকুল্যা এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের মির্জাপুর জোনের পরিদর্শক (টিআই) শাহাদৎ হোসেন সেলিম জানান, মহাসড়কের কয়েকটি পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। রাস্তায় খানা খন্দ ও উত্তরবঙ্গগামী গাড়ির চাপ বেড়ে যাওয়াই এ যানজটের কারন। যানজট নিরসনে জেলা ও হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।

শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানচলাচল স্বাভাবিক হবে বলেও তিনি জানান।

এদিকে বঙ্গবন্ধু সেতুর ওজন স্কেলের অনিয়মের কারনে প্রতিদিনই বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। সকালে বঙ্গবন্ধু সেতু এলাকায় ১০ কিমি রাস্তায় যানজট দেখা দেয়।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর