thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

দিনাজপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

২০১৭ সেপ্টেম্বর ০৩ ১১:০৯:৪০
দিনাজপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার কাহারোলে যাত্রীবাহী খাদে পড়ে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে কাহারোল উপজেলার রংপুর-পঞ্চগড় সড়কের মুকুন্দপুর ইউনিয়নের ১৬ মাইল মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার হোসেন জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা শ্যমলী বাংলা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-৫৬৫২) নামে একটি যাত্রীবাস রংপুর যাচ্ছিল। পথে সকাল সকাল ৭টায় ৪৫ মিনিটে কাহারোল উপজেলার রংপুর-পঞ্চগড় সড়কের মুকুন্দপুর ইউনিয়নের ১৬ মাইল মাদরাসা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে পড়ে গেলে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী উপজেলা বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মহছে উল গণি ঘটনার সত্যতার নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, এ ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তাৎক্ষণিক ভাবে আহতদের পরিচয় এবং এখন পর্যন্ত এ ঘটনায় নিহতের কোন তথ্য পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর