thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরলেন মুমিনুল

২০১৭ সেপ্টেম্বর ০৪ ০৯:৫৪:১৭
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরলেন মুমিনুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকার পর চট্টগ্রামেও টস জিতলেন মুশফিকুর রহিম। আগের বারের মতো এবারও ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

স্পিন বান্ধব পিচে টস জিতলে আগে ব্যাট করতেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ল স্টিভেন স্মিথও। দুদলই নামছে এক পেসার নিয়ে। বাংলাদেশ একাদশে ফিরেছেন মুমিনুল হক।

সোমবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয় টস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়। আর সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

মিরপুরে প্রথম টেস্টেও টস জিতে আগে ব্যাট করেছিলো বাংলাদেশ। ঘুর্ণি পিচে চতুর্থ ইনিংসে ব্যাট করতে গিয়ে নাজেহাল হয়েছিলো সফরকারীরা। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টেও তাই সবার নজরে ছিলো টস।

দুদলের একাদশে পরিবর্তনের আভাস ছিলো। হয়েছেও তাই। পেসার শফিউল ইসলামকে বাদ দিয়ে মুমিনুল হকে ফিরিয়েছে বাংলাদেশ। অর্থাৎ চট্টগ্রামে এক পেসার নিয়ে খেলবেন মুশফিকরা। অস্ট্রেলিয়া একাদশে একটা পরিবর্তনই নিশ্চিতই ছিলো। পেসার জস হ্যাজলউডের জায়গায় দলে এসেছেন বাঁহাতি স্পিনার স্টিভেন ও’কিফ। বাদ পড়েছেন ব্যাটসম্যান উসমান খাজাও। তার বদলে পেস অলরাউন্ডার হিল্টন কার্টরাইটকে নিয়েছেন স্মিথরা।

দুদলের স্পেশালিস্ট পেসার মাত্র একজন। চার দশক পর এক পেসার নিয়ে কোন টেস্ট খেলতে নামছে অসিরা। পিচের হালচাল অবশ্য কি হবে একাদশ দেখেই অনুমান করা যাচ্ছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়ার একাদশ: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, হিল্টন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, ন্যাথান লায়ন, স্টিভেন ও’কিফ।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর