thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

চাঁদপুরে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

২০১৭ সেপ্টেম্বর ০৪ ১০:৫৯:৫২
চাঁদপুরে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৪ নং কাঁলচো ইউনিয়নের ওড়পুর গ্রামে কোরবানি দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হামলায় ১৩ দিন পর সাইফুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে রাজধানীর ধানমন্ডি কিডনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের ভাই হাবিব উল্যাহ।

নিহতের মরদেহ সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ থানায় সুরতাহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

গত ২১ আগস্ট সোমবার নুরুল ইসলাম প্রতিবেশী রফিকের পরিবারের সঙ্গে কোরবানি দিতে নিষেধ করলে কলহ সৃষ্টি হয়। এর এক পর্যায়ে রফিকের ছেলে রবিউল ইসলাম হৃদয় ছুরি দিয়ে সাইফুলের শরীরে একাধিক আঘাত করে।

এ বিষয়ে গত ২২ আগস্ট সাইফুল ইসলামের বাবা নুরুল ইসলাম চারজনকে আসামী করে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১৮।

তবে ময়না তদন্ত শেষে আদালতের নির্দেশে মামলাটি সরাসরি হত্যা মামলায় রুজ করা হবে বলে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানা পুলিশ।

নিহতের ভাই হাবিব উল্যাহ বলেন, ‘ভাইকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছি। পারিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরে প্রাইভেট হাসপাতালেও নিয়েছি। আমার ভাইকে যারা খুন করেছে, আমরা তাদের বিচার চাই।’

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, মামলাটি হত্যা মামলায় রুজ করার প্রক্রিয়া চলছে। আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা ছুটি রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আল আমিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত রবিউল ইসলাম হৃদয়কে পাইনি। তখন তার মা রাশেদা বেগম বাড়ীতে ছিল। পরের দিন শুনেছি তিনিও নাকি হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা দ্রুত মামলার প্রধান আসামীকে গ্রেফতার করবো।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর