thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৯ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতেই মুশফিকের বিদায়

২০১৭ সেপ্টেম্বর ০৫ ১০:৪৮:৪০
দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতেই মুশফিকের বিদায়

দ্য রিপোর্ট ডেস্ক : দ্বিতীয় দিনের প্রথম ৩০ মিনিট দেখেশুনেই শুরু করেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহীম ও নাসির হোসেন। কিন্তু দিনের পঞ্চম ওভারেই ঘটল বিপর্যয়। এক কথায় দুর্ভাগ্যই বলতে হবে মুশফিকের।

পা বাড়িয়েছিলেন খেলতে। কিন্তু স্পিন করতে থাকা বল ব্যাটের কোনায় লেগে আঘাত করে স্টাম্পে। বেল পড়ে গেলে উল্লাসে মাতে অসিরা। মুশফিক বিদায় নেন ৬৮ রানে। ১৬৬ বলের ইনিংসে ছিল ৫টি চার।

আগের দিনে ৬২ রানে অপরাজিত মুশফিক এদিনও খেলছিলেন ধীর সুস্থে। অফ স্পিনারের লায়নের বলটি ফ্রন্টফুটে রক্ষণাত্মক ভঙ্গিতেই পুশ করেছিলেন। কিন্তু ইনসাইড এজ হয়ে তা চলে যায় ষ্টাম্পে। শেষ হয়ে যায় ১৬৬ বলে মুশফিকের ৬৮ রানের লড়াকু ইনিংস। মুশফিককে আউট করে ইনিংসে নিজের ৬ষ্ঠ উইকেট তুলে নিয়েছেন লায়ন।

প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৫৩ রান তুলেছিলো বাংলাদেশ। সোমবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেয় টাইগাররা। ঢাকায় প্রথম টেস্ট ২০ রানে জিতে সিরিজে এরমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে মুশফিকুর রহীমের দল।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর