thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

শুরুতেই মুস্তাফিজের আঘাত, মুশফিকের দুর্দান্ত ক্যাচ

২০১৭ সেপ্টেম্বর ০৫ ১২:০৭:৩০
শুরুতেই মুস্তাফিজের আঘাত, মুশফিকের দুর্দান্ত ক্যাচ

দ্য রিপোর্ট ডেস্ক : অস্ট্রেলিয়া ইনিংসের দ্বিতীয় ওভারেই টাইগার ভক্তদের উচ্ছ্বাসে ভাসালেন মুস্তাফিজুর রহমান। ঢাকা টেস্টে উইকেট বঞ্চিত থাকা মুস্তাফিজ চট্টগ্রাম টেস্টের শুরুতেই উইকেট পেলেন। তার করা ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই আউট হয়ে ফেরেন অসি ওপেনার ম্যাট রেনশ। তবে অবদান সবটাই মুশফিকুর রহীমের।

বাংলাদেশের ৩০৫ রানের জবাবে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। অসি ইনিংসের দ্বিতীয় ওভারেই মোস্তাফিজের বলে উইকেটের পেছনে লাফিয়ে পড়ে ম্যাট রেনশকে আউট করেছেন টাইগার অধিনায়ক। ৫ রানেই তাই প্রথম উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।

ওই উইকেটের পতনের পর ১৫ রান তুলে লাঞ্চে গেছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার।

লাঞ্চের খানিক আগে বাংলাদেশ ৩০৫ রানে অল আউট হয়ে যাওয়ায় ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। মেহেদী হাসান মিরাজের করা প্রথম ওভার থেকে আসে ৫ রান। দ্বিতীয় ওভারের তৃতীয় বলটা লেগ ষ্টাম্পের অনেক বাইরে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। তাতে ব্যাট ছুঁইয়ে বাউন্ডারি পাওয়ার চেষ্টা করেন রেনশ। কিন্তু উইকেটের পেছনে মুশফিক ছিলেন ক্ষিপ্র। অনেক বাইরে দিয়ে যাওয়া বলটি লাফিয়ে পড়ে গ্লাভসে জমিয়ে ফেলেন বাংলাদেশ অধিনায়ক।

এই উইকেটের মধ্য দিয়ে সিরিজে মোস্তাফিজ পেলেন প্রথম উইকেট। সিরিজে বাংলাদেশের পেসারদেরও এটি প্রথম সাফল্য।

এর আগে আগের দিনের ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে খেলতে নেমে প্রথম সেশনেই বাকি ৪ উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক মুশফিকের ব্যাট থেকেই আসে ইনিংস সর্বোচ্চ ৬৮ রান। আগের দিনে ১৯ রান নিয়ে ক্রিজে থাকা নাসির হোসেন আউট হন ৪৫ রান করে। অস্ট্রেলিয়ার পক্ষে ন্যাথান লায়ন নেন ৯৪ রানে ৭ উইকেট।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর