thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

মাগুরায় স্কুলছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

২০১৭ সেপ্টেম্বর ০৫ ১৬:৩৫:২৬
মাগুরায় স্কুলছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী নাসির হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত ছাত্রীকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন হোসেন বিশ্বাস জানান, সম্মিলিত পঞ্চপল্লী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশ শ্রেণির এক স্কুলছাত্রী মঙ্গলবার সকাল ৬টার দিকে কমলাপুর গ্রামের নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয়। এ সময় প্রতিবেশী মৃত আকবর মোল্ল্যার ছেলে নাসির হোসেন তাকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে তার ঘরে ধর্ষণ করে। এতে মারাত্মক আহত হয় ওই স্কুলছাত্রী। পরে মেয়েটি বাড়িতে বিষয়টি জানালে তার পিতা তাৎক্ষনিক ধর্ষক নাসিরকে ধরে বেঁধে রেখে পুলিশে সোর্পদ করে। ধর্ষক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষনের সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর