thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

নরসিংদীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ৫

২০১৭ সেপ্টেম্বর ০৬ ১৬:২৫:১১
নরসিংদীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ৫

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে কমপক্ষে ২০ জন।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদীর হাটখোলার আলি আকবরের স্ত্রী হেনা বেগম (৩০), কান্দাপাড়ার আব্দুল্লাহ (৫০) ও তার ছেলে রফিকুল (২০), কান্দাইলের আনোয়ার হোসেনের মেয়ে সুমি বেগম (১৫) এবং চিত্তরঞ্জন বর্মন (৪৫)।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইলিয়াস হোসেন জানান, মনোহরদী থেকে ঢাকাগামী একটি বাস কান্দাইল এলাকায় দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় নরসিংদী থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি খাদে পড়ে পাঁচজন নিহত ও ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর