thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

চা বিরতির আগেই লায়নের শিকার মুমিনুল

২০১৭ সেপ্টেম্বর ০৭ ১৪:৫৪:৩৫
চা বিরতির আগেই লায়নের শিকার মুমিনুল

দ্য রিপোর্ট ডেস্ক : ন্যাথান লায়নের পাঁচ নম্বর শিকার হলেন মুমিনুল। আশার প্রদীপ হয়ে জ্বলছিলেন মুশফিকুর রহীম ও মুমিনুল হক। চা বিরতির আগে আউট হয়ে গেলেন দুজনেই। ১৪৯ রানে মুমিনুলের আউটে পড়ল অষ্টম উইকেট। মাত্র ৭৭ রানের লিড নিয়ে ম্যাচের অনেকটাই বাইরে এখন বাংলাদেশ।

ন্যাথান লায়ন পেলেন আরেকটি পাঁচ উইকেট। ম্যাচে এই নিয়ে ১২ নম্বর উইকেট পেলেন এই অফ স্পিনার।

২৯ রান করা মুমিনুল লায়নকে সুইপ করতে গেলেই ঘটে বিপত্তি। টপ এজ হয়ে তা চলে যায় কামিন্সের হাতে। এর আগে ওই প্যাট কামিন্সই দ্বিতীয় স্পেলে ফিরে আউট করেন ৩১ রান করা মুশফিককে।

সাব্বির রহমান আউট হওয়ার ৮ নম্বরে নামা মুমিনুল হককে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন মুশফিক। কিছুটা অন্তত লড়াইয়ের পুঁজি আনতে খেলছিলেনও ভালো। দ্বিতীয় স্পেলে বল করতে এসে তাকে গতিতে পরাস্থ করেন প্যাট কামিন্স। উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক করেন ১০৩ বলে ৩১ রান।
এর আগে বিপর্যয়ে পড়া দলকে সামাল দিচ্ছেন মুশফিকুর রহীম ও সাব্বির রহমান। এই দুজনের ব্যাটের দিকেই তাকিয়েছিলো সবাই। প্রতিরোধও তৈরি করেছিলেন তারা। আবারও সেই ন্যাথান লায়নের বলে উইকেট পড়ল বাংলাদেশের। আউট হয়ে গেলেন সাব্বির রহমান। ৯৭ রানে পড়ে দলের ৬ষ্ঠ উইকেট।

৪৩ রানে ৫ উইকেট হারানোর পর ৫৪ রানের জুটি হয়ে গিয়েছিলো মুশফিক ও সাব্বিরের। ৫৯ বলে ২৪ রান করার পর রণভঙ্গ। লায়নের নিচু হওয়া বল ডাউন দ্যা উইকেটে এসে মিস করলেন সাব্বির। সহজ ষ্টাম্পিং মিস করেননি ম্যাথু ওয়েড।
দিনের শুরুতে অস্ট্রেলিয়াকে অল আউট করে প্রথম সেশনেই ৫ উইকেট খুইয়ে ফেলে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩০৫ রানের জবাবে ৩৭৭ রান করে ৭২ রানের লিড নেয় সফরকারীরা।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর