thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

ভেনাসকে হারিয়ে ফাইনালে স্টিফেনস

২০১৭ সেপ্টেম্বর ০৮ ১০:৪১:৩০
ভেনাসকে হারিয়ে ফাইনালে স্টিফেনস

দ্য রিপোর্ট ডেস্ক : আমেরিকান তারকা ভেনাস উইলিয়ামসকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন স্বদেশী অবাছাই খেলোয়াড় স্লোয়ান স্টিফেনস।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে স্টিফেনস ফ্লাশিংমিডোতে প্রথম সেমিফাইনাল জিতেছেন ৬-১, ০-৬, ৭-৫ গেমে।

এই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার ফাইনালে উঠলেন ২৪ বছর বয়সি স্টিফেনস। টেনিসের উন্মুক্ত যুগে মাত্র চতুর্থ অবাছাই নারী খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের ফাইনালে উঠলেন তিনি।

পায়ের চোটের কারণে ১১ মাস কোর্টের বাইরে কাটিয়ে গত উইম্বলডন দিয়ে টেনিসে ফেরেন স্টিফেনস। দুই মাস পর তিনি ১৬ ম্যাচের ১৪টিই জিতলেন, প্রথমবারের মতো উঠলেন মেজর ফাইনালে।

আর ৩৭ বছর বয়সি ভেনাস ১৫ বছর পর ইউএস ওপেনের ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করলেন। ফ্লাশিংমিডোতে দুবারের চ্যাম্পিয়ন ভেনাস ২০১৭ সালটাও শেষ করলেন কোনো মেজর শিরোপা ছাড়াই। এ বছর দুটি মেজর ফাইনাল ও একটি সেমিফাইনাল খেলেছেন সেরেনা উইলিয়ামসের বড় বোন ভেনাস।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

টেনিস এর সর্বশেষ খবর

টেনিস - এর সব খবর