thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

আরও ৫-৬ বছর খেলতে চাই, এজন্যই বিশ্রাম : সাকিব

২০১৭ সেপ্টেম্বর ১২ ১৫:৫৯:৪৮
আরও ৫-৬ বছর খেলতে চাই, এজন্যই বিশ্রাম : সাকিব

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাদা পোশাকে আপাতত বিশ্রামে থাকতে চেয়েছেন সাকিব আল হাসান। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বনানীর বাসায় নিজের মুখেই আনুষ্ঠানিকভাবে কথা বলেন সাকিব।

বাংলাদেশ দলের সেরা এই তারকা কেন এমনটি করলেন তা নিয়ে শুরু থেকেই ছিল নানা আলোচনা। বিসিবির কাছে পাঠানো আবেদন পত্রে স্পষ্ট করেই বলেছেন ক্লান্তির জন্যই আপাতত লংগার ভার্সনে খেলতে চান না তিনি।

বনানীতে নিজের বাসায় নিজের মুখেই জানালেন কেনও সাময়িক বিশ্রাম নিচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার, আপাতত টেস্ট থেকে দক্ষিণ আফ্রিকা সফরে বিশ্রাম থাকলেও সাকিবের ইচ্ছা সবার শেষেই লংগার ভার্সনের খেলা ছাড়ার। আর দীর্ঘ সময় খেলতে চান বলেই এই বিশ্রাম, ‘আমি ইচ্ছা সবার শেষে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিবো। তার আগে টি-টোয়েন্টি এবং ওয়ানডে থেকে অবসর নিবো। কারণ আমি আরও ৫-৬ বছর ক্রিকেট খেলতে চাই। আর এই চাওয়াটা বাস্তবায়নের জন্য এই বিশ্রামের প্রয়োজন ছিল। আমার আবেদনে সাড়া দেওয়ায় বিসিবিকে ধন্যবাদ।’

তিনি বলেন, ‘আসলে মানসিকভাবে ফুরফুরে না থাকলে খেলার কোনও মানেই হয় না। টেস্টে চার ইনিংসে আমাকে ব্যাট ও বল হাতে কিছু দায়িত্ব পালন করতে হয়। তাই সেটা ঠিক ভাবে করতে হলে বিশ্রামটা জরুরি ছিল।’

সামনেই দক্ষিণ আফ্রিকা সফর। এই অবস্থায় সাকিবের না থাকা শূন্যতা তৈরি করবে বলেই মনে করেন অনেকে। অবশ্য এসব নিয়ে সাকিবের ভাবনা ভিন্ন, ‘কারও জন্যই কিছু আটকে থাকে না। আশা করি দক্ষিণ আফ্রিকা সফরে যারা সুযোগ পেয়েছে সবাই ভালো করবে।’

সাকিব বিশ্রাম চেয়েছিলেন ৬ মাস। কিন্তু বোর্ডে তাকে ছুটি দিয়েছে তিন মাসের। সেই বিষয়টি জানিয়ে সাকিব আরও বলেন, ‘তিন মাসের বিশ্রামের পরই ফিরবো। আশা করি চনমনে হয়ে ফিরতে পারবো। এই অবসর সময়টাতে পরিবার সঙ্গে সময় কাটিয়ে নিজেকে ফুরফুরে করবো।’

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর