thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩১ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

‘ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি এড়াতে ইসি সতর্ক’

২০১৭ সেপ্টেম্বর ১৩ ১৯:১৬:১০
‘ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি এড়াতে ইসি সতর্ক’

টাঙ্গাইল প্রতিনিধি : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘মিয়ানমারে চলমান সহিংসতার কারণে নতুন করে যে রোহিঙ্গারা দেশে প্রবেশ করছে তারা যেন কোনভাবেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হতে পারে সেজন্য নির্বাচন কমিশন সতর্ক অবস্থায় রয়েছে।’

বুধবার টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সিইসি একথা বলেছন। আগামী ২৪ সেপ্টেম্বর সারাদেশে অনুষ্ঠিতব্য জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের সাধারণ, স্থগিত ও উপ-নির্বাচন উপলক্ষে এ মতবিনিয়ম সভার আয়োজন করা হয়।

রোহিঙ্গাদের প্রসঙ্গ উল্লেখ করে সিইসি বলেছেন, ‘নতুন রোহিঙ্গাদের যে বায়োমেট্রিক করা হবে, সেখানে নির্বাচন অফিস যেন সম্পৃক্ত থাকতে পারে সে ব্যপারে আলোচনা হয়েছে। এ ছাড়াও ৩০টি উপজেলায় যেখানে রেহিঙ্গারা রয়েছে বা তাদের সম্পৃক্ততা রয়েছে সেখানে আমাদের বিশেষ কমিটি নজরদারি করছে।’

তিনি আরো বলেছেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে আমাদের সাথে সাক্ষাত করে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে। এমনকি বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ গ্রহণ করার কথা জানিয়েছে। তাদের রাজনৈতিক কার্যক্রমও বলে দিচ্ছে তারা নির্বাচনে অংশ নিবে। নির্বাচনে অংশগ্রহণ করবে না এমনটা কেউ বলেনি।’

এ ছাড়াও সিইসি আগামী নির্বাচনের কর্মপদ্ধতি নিয়ে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন।

নির্বাচনের কমিশনের সচিব হেলালুদ্দীনের সভাপতিত্বে মতবিনমিয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন ও পুলিশ সুপার মাহবুব আলম প্রমুখ।

(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর