thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

এবার বিশ্ব একাদশের কাছে হারাল পাকিস্তান

২০১৭ সেপ্টেম্বর ১৪ ০৮:৪৫:৩৫
এবার বিশ্ব একাদশের কাছে হারাল পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক : আগেরদিন সিরিজের প্রথম ম্যাচে ২০ রানে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল বিশ্ব একাদশ। তবে দ্বিতীয় ম্যাচে এসে পাকিস্তানকে ৭ উইকেটে হারাল তামিম ইকবালরা।

টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে সরফরাজ আহমেদরা। ৪৫ রান করেন বাবর আজম, ৪৩ রান করেন আহমেদ শেহজাদ।

জবাব দিতে নেমে হাশিম আমলার দারুন ব্যাটিংয়ে ৭ উইকেটে জয় তুলে নেয় বিশ্ব একাদশ। ৫৫ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন আমলা। তার ইনিংস সাজানো ছিল ৫টি বাউন্ডারি এবং ২টি ছক্কায়। থিসারা পেরেরা ১৯ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন। ৫টি ছক্কার মার ছিল তাতে।

তামিম ইকবাল ১৯ বল খেলে ২৩ রান করেন। ২টি বাউন্ডারি, ১টি ছক্কার মার মারেন তিনি।

সিরিজের শেষ ম্যাচ শুক্রবার।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর