thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা

২০১৭ সেপ্টেম্বর ২৮ ১৩:৩৭:১৫
মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা

দ্য রিপোর্ট ডেস্ক : সাদা পোশাকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হচ্ছে। এর আগেও বাংলাদেশ অনেকবার খেলেও জয়ের মুখ দেখেনি। তবে টেস্টে আগের চেয়ে অনেক পরিবর্তন এসেছে দলে। এখন চোখ রাঙ্গিয়ে শক্তিশালীদের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্ক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

প্রথম টেস্টের ভেন্যু পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত অনুশীলন করে নিয়েছে ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর পর প্রথমবারের মতো পুরো দলকে অনুশীলন করাতে পেরেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে ব্যথা পাওয়া সৌম্য সরকারও ব্যাটিং অনুশীলন করেছেন।

এশিয়ার দেশ তথা বাংলাদেশের জন্য দক্ষিণ আফ্রিকা সফর ছিল সবসময়ই ভীতিকর। তবে আগের অবস্থানে নেই টাইগাররা। তবে বদলে যাওয়া বাংলাদেশ নতুন চ্যালেঞ্জ নিতেই ৯ বছর পর দক্ষিণ আফ্রিকার মাঠে তাদের বিপক্ষে খেলতে নামবে। ক্রিকেটের কোনো সংস্করণেই দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারাতে পারেনি বাংলাদেশ। তবে এবার ইতিহাস বদলের স্বপ্ন নিয়েই সাদা পোশাকে মাঠে নামতে যাচ্ছে মুশফিক অ্যান্ড কোং।

ত্রিকেটার ইমরুল বলেছেন, ‘বাংলাদেশের মতো ধীরগতির উইকেটে খেলা ব্যাটসম্যানদের জন্য দক্ষিণ আফ্রিকার উইকেটে ব্যাটিং করা খুব কঠিন। তবে যত কঠিনই হোক, প্রোটিয়াদের মাটিতে টাইগারদের যেকোনও চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সামর্থ্য আছে বলে মনে করছি।’

তিনি আরও বলেন, ‘কঠিন হলেও এই চ্যালেঞ্জ নিতে তারা প্রস্তুত। এখানকার উইকেটে বাউন্স থাকবেই। এটা মেনে নিয়েই খেলতে হবে আমাদের। আমরা লড়াই করতে প্রস্তুত। আশা করি, ভালো একটা ম্যাচ হবে।’

জানা গেছে, শক্তিশালী দ.আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত এক ইনিংসে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ ৩৩০ রান। আর প্রোটিয়াদের দলীয় সর্বোচ্চ ৫৮৩/৭ রান।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এনটি/সেপ্টেম্বর ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর