thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ওয়ানডে দলে সাকিব, আছেন নাসির–সাইফউদ্দিনও

২০১৭ অক্টোবর ০৫ ১৬:৪০:০৯
ওয়ানডে দলে সাকিব, আছেন নাসির–সাইফউদ্দিনও

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সফরের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ।

ওয়ানডের দলে ফিরছেন টেস্টে সিরিজে বিশ্রামে থাকা সাকিব আল হাসান। এ ছাড়া বাংলাদেশের ওয়ানডে দলে আরো দু’টি চমক রয়েছে। দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার নাসির হোসেন ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে।

চলতি বছর এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে দু’টি টি২০ খেলেছিলেন সাইফউদ্দিন। গত বছর দেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ যুবদলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

নাসির টেস্ট স্কোয়াডে সুযোগ পেলেও পরে জায়গা হারিয়েছিলেন। তবে ওয়ানডেতে তার ওপর ভরসা্ রাখছেন নির্বাচকরা।

এদিকে, ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্ট চলার সময়ই দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আগামী ১২ অক্টোবর ব্লুমফন্টেইনেই অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচটি। ১৫, ১৮ ও ২২ অক্টোবর যথাক্রমে কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডনে হবে সিরিজের ওয়ানডে তিনটি।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর