thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

শেরপুরে ১৯ ড্রাম তরল বিস্ফোরকসহ নারী আটক

২০১৭ অক্টোবর ০৬ ১১:২৮:২২
শেরপুরে ১৯ ড্রাম তরল বিস্ফোরকসহ নারী আটক

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলায় ১৯ ড্রাম তরল বিস্ফোরকসহ মিনারা বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চন্দ্রকোনা বাজারের পানিসা গার্মেন্ট অ্যান্ড সু’জ নামে একটি দোকানে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

শেরপুরের পুলিশ সুপার (এসপি) মো. রফিকুল হাসান গনি বলেন, ‘রাতে ওই দোকানে অভিযান চালিয়ে ১৯ ড্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়। যার পরিমাণ প্রায় ৫৪০ লিটার।’

এসপি বলেন, এ ঘটনায় ঘরের মালিক মিনারা বেগমকে আটক করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ওই ঘর ফয়েজ নামে একজনকে ভাড়া দেন তিনি এবং ফয়েজ আরেকজনকে ঘরটি ভাড়া দিয়েছিল। তবে ফয়েজ ঘরটি কাকে ভাড়া দিয়েছিল প্রাথমিকভাবে তা জানা যায়নি।

পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের মন্দিরগুলোতে নাশকতা সৃষ্টির জন্য এসব মজুদ করা হয়েছিল বলে ধারণা পুলিশের। শুক্রবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক্সপার্টরা (বিশেষজ্ঞরা) এসে পরীক্ষা-নিরীক্ষা করলে বোঝা যাবে এসব তরল পদার্থ কী ধরনের বিস্ফোরক।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর