thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

দ্বিতীয় টেস্টেও ধারহীন বোলিং

২০১৭ অক্টোবর ০৬ ১৮:১৯:০৩
দ্বিতীয় টেস্টেও ধারহীন বোলিং

দ্য রিপোর্ট ডেস্ক : পচেফস্ট্রুমের পর ব্লুমফন্টেইনেও বাংলাদেশের বোলিংয়ে ধার নেই। মানগাউং ওভালের উইকেটে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের সামনে যেন অসহায় হয়ে পড়েছেন বাংলাদেশের বোলাররা।

ইতোমধ্যে ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নিয়েছেন প্রোটিয়াদের দুই ওপেনিং ব্যাটসম্যান ডিন অ্যালগার ও মারক্রাম। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে বিনা উইকেটে ২২২ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুক্রবার (৬ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে প্রথম টেস্টের একাদশে চারটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছেন মুশফিকুর রহিমরা।

এই টেস্টেও টস জিতেছে বাংলাদেশ। আর প্রথম টেস্টের মতো এবারও ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলের অধিনায়ক মুশফিকুর রহীম।

ইনজুরির কারণে নেই তামিম ইকবাল। তার জায়গায় ফিরেছেন সৌম্য সরকার। এছাড়া একাদশ থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম। তাদের জায়গা পূরণ করতে অন্তর্ভুক্ত করা হয়েছে তাইজুল ইসলাম, শুভাশীষ রায় ও রুবেল হোসেনকে।

পচেফস্ট্রুম সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে ৬৭ ওভার বল করে একটিও উইকেট পাননি মিরাজ। তাসকিনও উইকেট শূন্য থেকেছেন দুই ইনিংস মিলিয়ে ৩২ ওভার বল করে। ওই ম্যাচে স্বাগতিকদের কাছে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

ওই ম্যাচেও প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ডিন অ্যালগার। আর মারক্রাম তার অভিষেক টেস্ট ম্যাচটিতে আউট হয়েছিলেন ৯৭ রান করে।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর