thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

ব্লুমফন্টেইনে বৃষ্টি, খেলা শুরু হতে দেরি

২০১৭ অক্টোবর ০৭ ১৪:২৬:৩৬
ব্লুমফন্টেইনে বৃষ্টি, খেলা শুরু হতে দেরি

দ্য রিপোর্ট ডেস্ক : ব্লুমফন্টেইন টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা। তবে সকালে বৃষ্টি হয়েছে ব্লুমফন্টেইনে। বৃষ্টি থেমেছে স্থানীয় সময় ৯টার দিকে। তাই ভেজা মাঠ খেলার উপযোগী করার কাজ চলছে। ফলে দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময় থেকে দেরিতে শুরু হবে।

দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা প্রথম দিনেই পিষ্ট হয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে। টস জিতে বাংলাদেশ বোলিং বেছে নেওয়ার পর ২৪৩ রানের উদ্বোধনী জুটি গড়েছেন ডিন এলগার ও এইডেন মারক্রাম। রানের স্রোত হাশিম আমলা ও ফাফ দু প্লেসির ব্যাটেও।


৩ উইকেটে ৪২৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি থেকে ১১ রান দূরে আমলা। ৬২ রানে শুরু করবেন দু প্লেসি।

বাংলাদেশের অপেক্ষায় রয়েছে আরেকটি কঠিন দিন। তবে নতুন পরিকল্পনা ও নতুন আশায় দিন শুরু করবে বাংলাদেশ এমনটাই আশা সবার।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর