thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

হবিগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

২০১৭ অক্টোবর ০৮ ১২:৫৫:৩৫
হবিগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ওই ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় দেড় কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তার ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা।

রবিবার (৮ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ওই এলাকার শাহ্ জাহান মিয়ার মোদিমালের দোকান, নূরুল আলমের টায়ারের দোকান, রিয়াদ এন্টারপ্রাইজ, লাকি হোটেল, মানিক হোটেল ও লাল বানু হোটেল সম্পূর্ণ পুড়ে যায়। এতে ওই ৬টি প্রতিষ্ঠানের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে হঠাৎ করেই ওই এলাকায় অবস্থিত নূরুল আলমের টায়ারের দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। এক পর্যায়ে আগুন পাশ্ববর্তী আরও ৫টি দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ থেকে ফায়ার সার্ভিরের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল আলম জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডেন সঠিক ক্ষয়ক্ষতি না জানা গেলেও ধারণা করা হচ্ছে ওই ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় দেড় কোটি টাকার মত ক্ষতি হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর