thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে হামলা, ইউপি সদস্য গ্রেফতার

২০১৭ অক্টোবর ০৯ ১০:২৬:৩০
গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে হামলা, ইউপি সদস্য গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ইউপি সদস্য শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ ইনভেষ্টিগেশন অব ব্যুরো (পিবিআই)। এসময় শাহ আলমকে ছিনিয়ে নিতে তার অনুসারীদের হামলা চালালে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

রবিবার রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শাহ আলম সাপমারা ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি সাঁওতাল পল্লীতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার তদন্তপ্রাপ্ত অভিযুক্ত আসামি।


আহতরা হলেন, এসআই মোজাম্মেল হক, এসআই প্রভাত, এএসআই শাহ জালাল ও কনষ্টেবল বজলু রহমান। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এসএসআই শাহ জালালের অবস্থা গুরুত্বর।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে পিবিআইয়ের একটি দল সাহেবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে শাহ আলমকে গ্রেফতার করে। এসময় শাহ আলমের অনুসারী তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায়। তাদের হামলায় পিবিআইয়ের চার পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ গুলি ছোড়ে।

পুলিশ ইনভেষ্টিগেশন অব ব্যুরো (পিবিআই) গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় তদন্তপ্রাপ্ত আসামি হিসেবে শাহ আলম জড়িত। এছাড়া শাহ আলম একজন জ্বীনের বাদশার সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আহত চার পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর। গ্রেফতার শাহ আলমকে গোবিন্দগঞ্জ থানা হাজতে রাখা হয়েছে। পুলিশের উপর হামলায় ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর