thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

বিসিবি নির্বাচনের তারিখ ঘোষণা

২০১৭ অক্টোবর ১২ ২০:৪০:২২
বিসিবি নির্বাচনের তারিখ ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (বিসিবি)-এর নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে নির্বাচন কমিশনের সভায় এ তারিখ ঘোষণা করা হয়েছে।

এদিন বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের সভা।

সভা শেষে নির্বাচন কমিশনের প্রধান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ওমর ফারুক (এনডিসি) বিসিবি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে চলতি মাসের ১৭ তারিখে।

এর আগে গত ৫ অক্টোবর পরিচালনা পর্ষদের জরুরি সভা ডেকে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেন নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড। গত মঙ্গলবার ওই নির্বাচন কমিশন অনুমোদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করার কথা থাকলেও নিয়োগ দেওয়া হয়েছে ওমর ফারুককে। কমিশনের অন্য চার সদস্য হলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল হক, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মো. শুক্কুর আলী, আইন পরামর্শক ব্যারিস্টার ফাহিমুল হক এবং বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

গত ২ অক্টোবর অতিরিক্ত সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে বর্তমান কমিটি ২০১২ সালের গঠনতন্ত্রে সংশোধন আনে। আগের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের সুযোগ ছিল না বিসিবির। সেটি গঠন করে দিত জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে গত ২ অক্টোবর বিশেষ সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে গঠনতন্ত্রে আনা কয়েকটি পরিবর্তনের এটিও একটি। যেখানে বলা হয়েছে এখন থেকে বিসিবি নিজেরাই নির্বাচন কমিশন গঠন করতে পারবে।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর