thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা, ডি কক-আমলা জুটির ২০০

২০১৭ অক্টোবর ১৫ ২০:৪২:৪৮
ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা, ডি কক-আমলা জুটির ২০০

দ্য রিপোর্ট ডেস্ক : কিম্বার্লিতে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ২৭৮ রান করে বাংলাদেশ। ২৭৯ রানের লক্ষ্যে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। শূন্য উইকেটে ৩৩.৩ ওভারে রান হয়েছে ২০০। ব্যাট করছেন ডি কক ১১৬*, আমলা ৮৩*।

উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নেমে সেঞ্চুরির দেখা পেয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান ডি কক।। ৫৬ বলে ফিফটির পর সেঞ্চুরি করতে আর ৪৪ বল খেলেন তিনি। ১২ চার ও ১ ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারে নিজের ১৩তম সেঞ্চুরির দেখা পান ডি কক।

দেড়শ ছাড়াল ডি কক-আমলা জুটি। রান তাড়ায় ব্যাট করতে নেমে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন প্রোটিয়া দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডি কক ও হাশিম আমলা। বাংলাদেশের তিন পেসার সহ মোট সাতজন বোলিংয়ে আসলেও কাঙ্খিত সাফল্য পাচ্ছেন না কোনো বোলারই। ফলে উদ্বোধনী জুটিতেই দেড়শ ছাড়িয়ে গেছেন তারা। ১৫৩ বলে খেলে ১৫০ রান করেছে এ জুটি।

ডি ককের পর আমলার ফিফটি করেছেন। উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নেমে ফিফটির দেখা পেয়েছেন ডি কক ও হাশিম আমলা। ৫৬ বলে ৭ চারের সাহায্যে ওয়ানডে ক্যারিয়ারে নিজের ১৫ তম ফিফটির দেখা পান ডি কক। অন্যদিকে নিজের ৩৪তম ওয়ানডে ফিফটির দেখা পেতে আমলা খেলেন ৪৮টি বল। হাফ সেঞ্চুরি করতে গিয়ে চারটি চারের মার মারেন তিনি।

এদিকে এক মুশফিক ছাড়া বাংলাদেশের হয়ে বড় কোনো ইনিংস খেলতে পারেনি আর কেউ। তাই দলীয় সংগ্রহ ২৭৮ রানে থেমেছে সফরকারীদের। টেস্টে বিতর্ক আর সমালোচনা ছাড়িয়ে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে জ্বলে উঠলেন মুশফিক। এই পুঁজি নিয়ে প্রোটিয়া ব্যাটসম্যানদের বিপক্ষে এবার নিজেদের কাজটুকু কতটা করতে পারেন টাইগার বোলাররা সেটাই দেখার অপেক্ষা।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৮/৭। মুশফিকুর রহিম (১১০*), সাইফউদ্দিন(১৬), নাসির হোসেন (১১), সাব্বির রহমান (১৯), মাহমুদউল্লাহ (২৬), সাকিব (২৯), লিটন দাস (২১), ইমরুল কায়েস (৩১)।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৫, ২০১৭ )

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর