thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

বড় ব্যবধানে হারল বাংলাদেশ

২০১৭ অক্টোবর ১৮ ২২:১৩:২৭
বড় ব্যবধানে হারল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ।স্বাগতিকদের দেওয়া ৩৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৪৯ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। এ জয়ের সুবাদে এক ম্যাচ হাতে রেখেই ৩ ম্যাচের এই ওয়ানডে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের পক্ষে এই ম্যাচে সর্বোচ্চ ৬৮ রান করেছ্নে ইমরুল কায়েস। মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ৬০ রান। ইনজুরিতে পড়া তামিম ইকবাল এই ম্যাচ দিয়ে মাঠে ফিরলেও ২৩ রানের বেশি করতে পারেন নি। মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন ৩৫ রান।

দক্ষিণ আফ্রিকার পক্ষে অ্যান্ডাইল ফেলুকওয়ায়ো ৪টি এবিং স্পিনার ইমরান তাহির ৩ উইকেট নিয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) পার্লে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। টস জিতে বাংলাদেশ আগে ফিল্ডিং বেছে নেয়। কিন্তু ব্যাটে-বলে দুর্বল পারফরম্যান্সের কারণে টস জয়ের কোনো উপকারই সঙ্গী হয়নি মাশরাফিবাহিনীর।

এবারের দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিংয়ে হতাশা যেন কাটছেই না। টেস্ট সিরিজ ও প্রথম ওয়ানডেতে হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয় ওয়ানডেতে সেই একই চেহারা দেখা গেল বাংলাদেশের বোলিংয়ে। সেই সুযোগে এই ম্যাচে বাংলাদেশকে ৩৫৪ রানের টার্গেট দিয়েছে স্বাগতিকরা।

ব্যাটিংয়ে স্বাগতিকদের দারুণ সূচনাই দিয়েছেন হাশিম আমলা ও ডি কক জুটি। এ জুটিতে ৯০ রান উঠার পর আউট হন ডি কক। সাকিব আল হাসানের বলে ব্যক্তিগত ৪৬ রানে এলবিডব্লিউ হন তিনি। ওই ওভারেই (ইনিংসের ১৮তম ওভার) নতুন ব্যাটসম্যান প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে বোল্ড আউট করেন সাকিব।

তবে এতে করে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারে নি। কারণ, হাশিম আমলা ও ক্রিজে নতুন আসা এবি ডি ভিলিয়ার্স এক রেকর্ড জুটি গড়ে বসে। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি (১২টি) হাঁকানো জুটি এখন আমলা-ভিলিয়ার্স।

ইনিংসের ৩৭তম ওভারের শেষ বলে আমলা ব্যক্তিগত ৮৫ রানে বিদায় নেন; ভাঙে আমলা-ভিলিয়ার্সের ১৩৬ রানের জুটি। আমলাকে আউট করে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দিয়েছেন পেসার রুবেল হোসেন।

আমলা বিদায় নিলেও দক্ষিণ আফ্রিকার রান ঘোড়ার গতিতেই ছুটতে থাকে! কারণ, উইকেটের অপর প্রান্তে থাকা এবি ডি ভিলিয়ার্স এদিন ব্যাট হাতে স্বমূর্তি ধারণ করেছিলেন। মাত্র ৬৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি তুলে নিয়েছেন ভিলিয়ার্স।

ডি ভিলিয়ার্স আউট হন ব্যক্তিগত ১৭৬ রানে (১০৪ বলে)। তাকে আউট করে ম্যাচে নিজে দ্বিতীয় উইকেটের দেখা পান রুবেল। কিন্তু ততক্ষণে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ৩৪৩ রান (৪৭.৪ ওভারে)।

ইনিংসের শেষ ওভারে বাংলাদেশ শিবিরে খানিকটা আনন্দ এনে দেন পেসার রুবেল হোসেন। ওই ওভারের চতুর্থ ও পঞ্চম বলে জেপি ডুমিনি ও পিটেরিয়াসকে আউট করেন তিনি; ম্যাচে নেন ৪ উইকেট।

শেষ পর্যন্ত ইনিংস শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩ে৫৩ রান।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর