thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

টসে জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

২০১৭ অক্টোবর ২২ ১৩:৪৫:০২
টসে জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিজের তৃতীয় (শেষ) ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। রবিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় ইস্ট লন্ডনের বাফেলো পার্কে ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশের এই ম্যাচ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। এই ম্যাচের মধ্য দিয়েই অধিনায়কত্বের হাফসেঞ্চুরি পূরণ করছেন মাশরাফি।

ইনজুরির কারণে দলে নেই বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ফিরেছেন সৌম্য সরকার।

প্রথম দুটি ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচটি হারলে টেস্টের পর ওয়ানডে সিরিজেও প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হবে। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের ইনজুরির পর 'মড়ার উপর খাড়ার ঘা' হয়ে এসেছে তামিম ইকবালের চোট। তার খেলতে না পারা বড় ধাক্কা বাংলাদেশের জন্য।

অধিনায়ক হিসেবে ৫০তম ম্যাচ খেলতে নামছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ বরাবরই মাইলফলকের ম্যাচগুলো ভাল খেলে। মাশরাফির এই অর্জনে উদ্বুদ্ধ হয়ে মাঠে ভাল খেলতে পারলে টাইগাররা তাদের হারানো আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পাবে।

বাংলাদেশ দলঃ মাশরাফি মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহীম, রুবেল হোসেন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর