thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না দুই শিক্ষার্থীর

২০১৭ অক্টোবর ২৪ ১৭:৫৬:৫৪
পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না দুই শিক্ষার্থীর

গাজীপুর প্রতিনিধি : পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার জন্য অটোরিকশায় যাত্রী হয়েছিল সিয়াম ও শিফাত। কিন্তু তাদের আর বাড়ি ফেরা হলো না। পথিমধ্যে অটোরিকশাটির সঙ্গে একটি গরু বোঝাই টমটমের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে এই স্কুল ছাত্র।এ সময় আহত হয়েছে আরো তিনজন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি সড়কের শাহজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

সিয়াম শ্রীপুর উপজেলার ডোয়াইবাড়ী গ্রামের শাহজাহান মিয়ার ছেলে এবং শিফাত একই গ্রামের নজরুল ইসলামের ছেলে। তারা দুইজনই ডোয়াইবাড়ী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র।

শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, ডোয়াইবাড়ী মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষার কেন্দ্র ছিল। পরীক্ষা শেষে সিয়াম, শিফাতসহ পাঁচজন স্কুল ছাত্র অটোরিকশাযোগে বাড়ি ফিরার পথে শাহজাহানপুর এলাকায় তাদের বহনকারী অটোরিকশাটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাপাসিয়ার আমরাইদগামী গরু বোঝাই টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই ছাত্রের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

গরু বোঝাই টমটমের চালক ও সহযোগীরা পালিয়ে গেছে। টমটমটি পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর