thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

মেহেরপুর সীমান্তে ৬ রোহিঙ্গা আটক

২০১৭ অক্টোবর ২৫ ১১:১৯:৪৭
মেহেরপুর সীমান্তে ৬ রোহিঙ্গা আটক

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগর সীমান্তে একই পরিবারের ৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) ভোরে মুজিবনগরের কেদারগঞ্জ বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আটকেরা হলেন— আব্দুল গনি (৩৫) তার স্ত্রী সালমা খাতুন (৩০) তাদের ছেলে জাহাঙ্গীর আলম (১০), সাইফুল ইসলাম (৩), মেয়ে নুর কলিমা (৬), তছলিমা খাতুন (১০) মাস। আটকরা বর্তমানে মুজিবনগর থানা হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, ভোর রাতে আটক রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে অবস্থান নেয়। তাদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে তারা জানান, সাত মাস আগে মিয়ানমারে নির্যাতনে শিকার হয়ে ভারতের পাঞ্জাবে শহরে চলে যান। পরে তাদের ভারতীয় পুলিশ আটক করে গাড়ি যোগে সীমান্তে নিয়ে আসে। ভোর রাতে বিএসএফ গেট খুলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়।

স্থানীয়রা জানান, ভোরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের ১০৯ নাম্বার মেন পিলারের কাছ দিয়ে রোহিঙ্গাদের আসতে দেখেছেন তারা।

নাজিরাকোনা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার সিরাজুল ইসলাম বলেন, রোহিঙ্গা পুশব্যাকের বিষয়ে আমরা কিছু জানিনা। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, আটক রোহিঙ্গাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোহিঙ্গা আব্দুল গনি বলেন, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তাদের ভাই, বোনসহ অন্য আত্মীয়রা আছে। তাদের কাছে ফিরে যেতে চাই।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর