thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

বেনাপোল সীমান্তে ৬৫ লাখ টাকাসহ পাচারকারী আটক

২০১৭ অক্টোবর ২৬ ০৮:২৪:০৬
বেনাপোল সীমান্তে ৬৫ লাখ টাকাসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের সাদিপুর সীমান্তে ৬৫ লাখ হুন্ডির টাকাসহ মোসতাব আলি (৩২)নামে এক পাচারকারী আটক করেছে বিজিবি।

বুধবার (২৫ অক্টোবর) রাত ৮টার সময় ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প সদস্যরা তাকে আটক করেন।

আটক মোসতাব সাদিপুর গ্রামের তোরাফ আলির ছেলে।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ওয়াহাব জানান, গোপন সংবাদে জানতে পারি এক হুন্ডি পাচারকারী বিপুল পরিমান টাকা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে সীমান্তের সাদিপুর ডাক্তার বাড়ি পোস্ট নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার পিঠে থাকা চটের ব্যাগ থেকে ৬৫ লাখ বাংলা টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটক আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর