thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

সাতক্ষীরা সীমান্তে ৫৯ ভরি স্বর্ণসহ আটক ১

২০১৭ অক্টোবর ২৬ ১১:৪২:৩৩
সাতক্ষীরা সীমান্তে ৫৯ ভরি স্বর্ণসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৫৯ ভরি স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার কোমরপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক ভারতীয় নাগরিকের নাম শরিফুল ঢালী। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগণার হরিহরনগর সোলাদানা গ্রামের মৃত করিম ঢালীর ছেলে।

বিজিবি জানায়, দেবহাটা উপজেলার কোমপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোমরপুর বিওপির টহলরত বিজিবি সদস্যরা সীমান্ত নদী ইছামতিতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে আনুমানিক ৫৯ ভরি স্বর্ণ উক্ত ভারতীয় নাগরিককে আটক করা হয়। বাংলাদেশী সাবানের মধ্যে লুকিয়ে তিনি এই স্বর্ন ভারতে পাচার করছিলেন।

কোমরপুর বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার আসাদুজ্জামান জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্ত করা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর