thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

খুলনায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

২০১৭ অক্টোবর ২৮ ০৯:৪৮:১৪
খুলনায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

খুলনা ব্যুরো : খুলনায় তানভীর হোসেন রকি (২৯) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ অক্টোবর) রাত দশটার দিকে নগরীর পশ্চিম টুটপাড়া বালুর মাঠ ও দারোগার বস্তি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রকি এম এস সিটি কলেজের ২য় বর্ষের ছাত্র। সে নগরীর আলতাপোল লেন এলাকার আনোয়ার হোসেনের পুত্র।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরা সুলতানা জানান, খুলনা এম এস সিটি কলেজের ২য় বর্ষের ছাত্র তানভীরকে ধারালো
অস্ত্র দিয়ে এলাপাথাড়িভাবে কুপিয়ে পশ্চিম টুটপাড়া বালুর মাঠ ও দারোগার বস্তি সংলগ্ন স্থানে ফেলে রেখে যায় দুবৃত্তরা। স্থানীয়দের কাছে খবর
পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর