thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

মোবাইল চোর সন্দেহে স্কুলছাত্রীকে পুড়িয়ে হত্যা

২০১৭ অক্টোবর ২৮ ০৯:৫৯:০৭
মোবাইল চোর সন্দেহে স্কুলছাত্রীকে পুড়িয়ে হত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে মোবাইল ফোন চোর সন্দেহে এক স্কুলছাত্রীকে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরীর মৃত্যু হয়।

নিহত কিশোরী আজিজা খাতুন (১৩) উপজেলার খনকুট গ্রামের আবদুস সাত্তারের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত। সাত্তার স্থানীয় একটি পোলট্রি ফার্মে শ্রমিক হিসেবে কাজ করেন।


মেয়েটির ভাই সুজনের অভিযোগ, দুই দিন আগে আজিজার চাচি বিউটি বেগমের মোবাইল চুরি হয়। এ ঘটনায় আজিজাকে অপবাদ দিয়ে তার চাচি ও কয়েকজন মিলে শুক্রবার সন্ধ্যায় তাকে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে, গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। রাতে গুরুতর অবস্থায় আজিজাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। শনিবার ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর