thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

চুয়াডাঙ্গায় আটক প্রবাসীকে গাজিপুরে মাদকসহ গ্রেফতারের অভিযোগ

২০১৭ অক্টোবর ৩০ ০৭:৫০:০৭
চুয়াডাঙ্গায় আটক প্রবাসীকে গাজিপুরে মাদকসহ গ্রেফতারের অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে সৈয়দ মোহাম্মদ নাদিম উল্লাহ (৩৬) নামে এক অস্ট্রেলিয়ান নাগরিককে আটক করেছে গাজিপুর জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাকে গাজিপুরের চন্দ্রা এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দেখানো হয়েছে।

অস্ট্রেলিয়ান ওই নাগরিকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে,২৫ অক্টোবর (বুধবার)আটকের পর তার মুক্তিপণ বাবদ ২ লাখ টাকা দাবি করা হয় পুলিশের পক্ষ থেকে।

স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের প্রকৌশলী বরকত উল্লাহর ছেলে প্রকৌশলী সৈয়দ নাদিম উল্লাহ গত ১৮ বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকেন। সেখানে একটি সরকারি প্রতিষ্ঠানে আইটি প্রকৌশলী হিসাবে চাকরিরত ছিলেন।

প্রকৌশলী নাদিমের চাচা স্কুল শিক্ষক লুৎফর রহমান জানান, বাবার অসুস্থ্যতার কথা শুনে মাস ৬ আগে দেশে ফিরেন প্রকৌশলী নাদিম উল্লাহ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দেশে ফেরার পর অসুস্থ্য বাবাকে বাঁচাতে দেশে-বিদেশে গিয়েও ব্যর্থ হন অস্ট্রেলিয়ান এই নাগরিক। সম্প্রতি তার বাবা প্রকৌশলী বরকত উল্লাহ মারা গেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মুদি ব্যবসায়ী জাফর আলী জানান, নাদিমকে তুলে নেওয়ার ঘন্টা খানেক আগে থেকেই ওই ৫/৬ জন সাদা পোশাকধারী সাদা ব্রিজ এলাকায় অবস্থান নিয়ে ছিলো। বেলা ১১টার দিকে নাদিম একটি ভ্যানযোগে ওই স্থানে আসা মাত্রই তাকে জোরপূর্বক মাইক্রোতে তুলে নেওয়া হয়। পরে টেলিভিশনের মাধ্যমে আমরা জানতে পারি তাকে গাজিপুরের চন্দ্রা এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দেখানো হয়েছে।

প্রকৌশলী সৈয়দ নাদিম উল্লাহর মা সৈয়দা নাহিদ সুলতানার অভিযোগ, আলমডাঙ্গা থেকে আমার ছেলেকে আটকের দুই ঘন্টা পর ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে জনৈক খোরশেদ আলম তার মুক্তিপণ বাবদ ২ লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়াতে ষড়যন্ত্র করে আমার ছেলেকে গাজিপুর থেকে গ্রেফতার দেখানো হয়েছে।

ঘটনার নেপথ্যে বড় কোন ষড়যন্ত্র থাকতে পারে এমনটি মনে করে বিষয়টি অস্ট্রেলিয়ান হাই কমিশনকে জানানো হবে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর