thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

পরিবর্তন আসছে বিপিএলের সময়সূচিতে

২০১৭ নভেম্বর ০৫ ১৯:৪৩:৪৮
পরিবর্তন আসছে বিপিএলের সময়সূচিতে

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের পঞ্চম আসরের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। আগামী ১১ নভেম্বর আসরের ঢাকা পর্ব থেকে এই পরিবর্তন আনা হচ্ছে। ম্যাচগুলো আধা ঘণ্টা এগিয়ে আনা হচ্ছে।

বর্তমানে বিপিএলে সিলেট পর্ব চলছে।

এবারের বিপিএলের প্রথম ম্যাচটি শুরু হচ্ছে বেলা দুইটায়, দ্বিতীয়টি সন্ধ্যা সাতটায়। ম্যাচের সব আনুষ্ঠানিকতা শেষ হতে বেজে যায় প্রায় রাত ১১টা।

আধা ঘণ্টা এগিয়ে দুপুরের ম্যাচ শুরু হবে দেড়টায়। আর সন্ধ্যার ম্যাচ ছয়টায়। তবে শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে দুইটায়, পরেরটি সাড়ে ছয়টায়।

সময় পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইসমাইল হায়দার। তিনি বলেছেন, ‘কয়েকটি কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলা যখন শেষ হয় দর্শকদের বাড়িতে ফিরতে ভোগান্তি পোহাতে হয়। যানবাহনের স্বল্পতা থাকে । শিশির আরেকটি কারণ। প্রায় প্রতিদিনই ম্যাচ থাকে। পরদিন মাঠ প্রস্তুত করতে কিউরেটর-মাঠকর্মীদের একটু সময় দিতেই খেলা এগিয়ে নেওয়া আসার সিদ্ধান্ত।’

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর