thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

ঢাকা-খুলনার লড়াই চলছে

২০১৭ নভেম্বর ০৫ ২০:০১:৪৫
ঢাকা-খুলনার লড়াই চলছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে রবিবার সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডাইনামাইটস ও খুলনা টাইটানস।

সিলেট ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছে খুলনা। এবারের আসরে এটি দলটির প্রথম ম্যাচ।

অবশ্য টস হেরে ব্যাটিংয়ে নামতে হলেও শুরুটা ভালোই হয়েছে ঢাকার। উদ্বোধনী জুটিতে মাত্র ৩৮ রান এলেও দ্বিতীয় উইকেট জুটিতে ঝড়ো গতিতেই রান তুলছে সাকিব আল হাসানের দল। ইনিংসের ১১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ দাঁড়িয়েছে ১২০ রান।

বোলিংয়ে নেমে চতুর্থ ওভারেই সাফল্যের মুখ দেখেছে খুলনা টাইটানস। পেসার শফিউল ইসলাম সাজঘরে পাঠান ঢাকার শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে (২০)। শ্রীলঙ্কান ব্যাটিং গ্রেট ক্যাচ তুলে দেন উইকেটরক্ষক চ্যাডউইক ওয়ালটনের হাতে।

তবে এভিন লুইস ও ক্যামেরন ডেলপোর্টের দ্বিতীয় উইকেট জুটি খুলনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর