thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

চলে যাচ্ছেন হাথুরুসিংহে!

২০১৭ নভেম্বর ০৯ ১৬:৩৮:৫০
চলে যাচ্ছেন হাথুরুসিংহে!

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচের পদ ছেড়ে দিচ্ছেন চন্দ্রিকা হাথুরুসিংহে। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিসিবি সূত্রে জানা গেছে। তবে আনুষ্ঠানিকভাবে বিসিবি পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।

জানা গেছে, শ্রীলঙ্কা জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়া শ্রীলঙ্কান এই কোচের সঙ্গে আলোচনা চালাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট।

শ্রীলঙ্কার প্রধান কোচ গ্রাহাম ফোর্ড গত জুনে পদত্যাগ করার পর নতুন কোচের সন্ধানে আছে ক্রিকেট শ্রীলঙ্কা।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান বিষয়টি সিনিয়র ক্রিকেটারদের ইতিমধ্যেই জানিয়েছেন।

সূত্রটি জানায়, হাথুরুসিংহ গত কয়েকদিনে বিসিবির কোনো যোগাযোগে সাড়া দেননি।

তিন বছর আগে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হয়ে এসেছিলেন শ্রীলঙ্কার সাবেক এই টেস্ট ক্রিকেটার। এ সময়ে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে দারুণ উন্নতি করেছে বাংলাদেশ। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সাতে উঠে আসা, চ্যাম্পিয়নস লিগ খেলা ও সরাসরি বিশ্বকাপ খেলা এ কোচের আমলেই হয়েছে। টেস্টেও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এসেছে এ সময়ে। শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্টে এসেছে জয় কিন্তু নিজের বর্তমান ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন হাথুরুসিংহে। গত অক্টোবরেও নাকি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন শ্রীলঙ্কান কোচ কিন্তু বিসিবি সেটা গ্রহণ করেনি।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০৯,২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর