thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

বাস চাপায় মামা-ভাগ্নে নিহত

২০১৭ নভেম্বর ১০ ১৬:৫২:২৭
বাস চাপায় মামা-ভাগ্নে নিহত

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সদর উপজেলার রাবনা বাইপাসের কাছে বঙ্গবন্ধুসেতু মহাসড়কে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। তার সম্পর্কে মামা-ভাগ্নে।

শুক্রবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলা পুলিশের সার্জেন্ট মো. মাসুদ মিয়া।

নিহতরা হলেন- সদর উপজেলার আগ বিক্রমহাটি গ্রামের কাজল দাসের ছেলে সুব্রত দাস (২৮) ও তার ভাগ্নে এনায়েতপুর এলাকার রামচন্দ্র দাসের ছেলে অরণ্য দাস (২২)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির এসআই শাহআলম বলেছেন, ‘বাইপাস সড়কের শিবপুর মোড় অতিক্রম করার সময় ঢাকাগামী একটি বাস মোটরসাইলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক সুব্রত নিহত হন। পরে অরণ্যকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর