thereport24.com
ঢাকা, বুধবার, ৮ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ২৯ শাওয়াল 1445

বিপিএলের ঢাকা পর্ব শুরু শনিবার

২০১৭ নভেম্বর ১০ ১৭:৩৭:৪৪
বিপিএলের ঢাকা পর্ব শুরু শনিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : সিলেট পর্ব শেষ, শনিবার থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের পঞ্চম আসরে শুরু হচ্ছে ঢাকা পর্ব।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন দুপুর ১টায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও গত আসরের রানার-আপ রাজশাহী কিংস।

এই দুই দলের মধ্যে রাজশাহী এবারের আসরে এখন পর্যন্ত জয়শূন্য। সিলেট পর্বে ২টি ম্যাচ খেললেও, কোন জয়ের স্বাদ পায়নি দলটি। অন্যদিকে, সিলেট পর্বে দুই ম্যাচে অংশ নিয়ে একটিতে জয় পেয়েছে রংপুর।

গত ৪ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে শুরু হয় বিপিএলের পঞ্চম আসর। সিলেটে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ছয় ফ্র্যাঞ্চাজির মধ্যে সিলেটে সবচেয়ে ম্যাচ খেলে স্বাগতিকরা। অন্যান্য দলগুলো ২টি করে ম্যাচ খেলার সুযোগ পায়।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজশাহী ও রংপুর। ঢাকা পর্বের প্রথম ম্যাচে এবার লড়বে তারা। প্রথম দেখায় রাজশাহীকে ৬ উইকেটে হারিয়েছিলো রংপুর। প্রথমে ব্যাট করা রাজশাহীর ১৫৪ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে স্পর্শ করে ফেলে রংপুর।

তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ নেয় রংপুর। চিটাগং ভাইকিংসের কাছে ১১ রানে হারে তারা। চিটাগং-এর ৪ উইকেটে ১৬৬ রানের জবাবে ৮ উইকেটে ১৫৫ রান করতে সমর্থ হয় রংপুর। হার দিয়ে সিলেট পর্ব শেষ করলো, ঢাকায় আবারো জয়ের ধারায় ফেরাই প্রধান লক্ষ্য মাশরাফি বিন মর্তুজার দল রংপুরের।

সিলেটে ব্যর্থ হলেও, ঢাকায় ঘুড়ে দাঁড়ানোর প্রত্যাশা রাজশাহীর। সিলেটে রংপুরের কাছে ৬ উইকেটে এবং সিলেটের কাছে ৩৩ রানে হেরেছিলো তারা। তাই শুন্য হাতে ঢাকা পর্ব শুরু করতে হচ্ছে রাজশাহীকে। ঢাকায় রাজশাহীর সর্বমোট ৫টি ম্যাচ। তারা চাইবে এখান থেকে শতভাগ জয় তুলে নিতে। যাতে সিলেট পর্বের হতাশা ভুলতে পারে।

ঢাকা পর্বে ভালো খেলতে হবে ব্যাটসম্যান-বোলারদের পাশাপাশি ফিল্ডিং-এ ভালো করতে হবে রাজশাহীকে। কারণ রংপুরের কাছে প্রথম ম্যাচে ফিল্ডারদের ভুলের কারণেই ম্যাচ হারতে হয়েছে ড্যারেন সামির দলকে।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১০, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর