thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

শীর্ষে উঠে এল ঢাকা

২০১৭ নভেম্বর ১৪ ১৬:৪৫:৪৪
শীর্ষে উঠে এল ঢাকা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের পঞ্চম আসরে টেবিলের শীর্ষস্থান দখল করেছে ঢাকা ডায়নামাইটস। মঙ্গলবার (১৪ নভেম্বর) নিজেদের চতুর্থ ম্যাচে খুলনা টাইটানসকে ৪ উইকেটে হারিয়েছে দলটি।

এ জয়ের সুবাদে ৪ ম্যাচে ঢাকার পয়েন্ট দাঁড়িয়েছে ৬। ৫ ম্যাচ খেলা সিলেট সিক্সার্সেরও পয়েন্ট ৬। তবে রান গড়ে সিলেটকে টপকে গেছে ঢাকা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার টস হেরে আগে ব্যাটিংয়ে নামে খুলনা টাইটানস। ঢাকার বোলারদের তোপের মুখে পড়ে দলীয় ৭১ রানে ৪ উইকেট হারিয়ে বসে মাহমুদউল্লাহ রিয়াদের দল, ইনিংসের তখন ১২.২ ওভার বোলিং হয়ে গেছে।

সেখান থেকে নির্ধারিত ২০ ওভারে খুলনার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান। এর মূল কৃতিত্ব দলটির ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার কার্লোস ব্রাথওয়েটের। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২৯ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করে অপরাজিত ছিলেন এই ক্যারিবিয়ান।

ঢাকার পক্ষে আবু হায়দার রনি ২টি উইকেট নিয়েছেন। এ ছাড়া অধিনায়ক সাকিব আল হাসান, পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি ও ওয়েস্ট ইন্ডিয়ান স্পিন তারকা সুনিল নারিন একটি করে উইকেট নিয়েছেন।

জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়েই পড়ে ঢাকা। দলীয় ৪১ রানে ৫ উইকেট হারিয়ে বসে সাকিবের দল। এরপর ইনিংসের ১ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। এর পিছনে মূল অবদান রাখেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও দেশীয় ক্রিকেটার জহুরুল ইসলাম।

পোলার্ড আউট হওয়ার আগে ২৪ বলে ৫৫ রান করেন। জহুরুল ২৯ বলে ৪৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

ম্যাচসেরার পুরস্কার তার হাতেই উঠেছে।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর