thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বিদেশি লিগের বিধিনিষেধ সমস্যা নয় : মাশরাফি

২০১৭ নভেম্বর ১৫ ১৭:৫৬:৩৮
বিদেশি লিগের বিধিনিষেধ সমস্যা নয় : মাশরাফি

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ দলের খেলোয়াড়দের দেশের বাইরে বছরে দুটির বেশি ঘরোয়া লিগ খেলার ছাড়পত্র দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে খেলোয়াড়দের দিক থেকে এই সিদ্ধান্তে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় বলেই মনে করেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফি বলেছেন, ‘বাংলাদেশ দলে যারা খেলছে বা যারা ভবিষ্যতে খেলবে, তাদের স্বপ্ন অবশ্যই বাংলাদেশের হয়ে খেলা। আমার কাছে মনে হয় না এটা বিরাট কোনো ইস্যু। বাংলাদেশের কজনই বা দেশের বাইরে খেলে? হয়তো সাকিব খেলে। সে আইপিএল খেলে, মোস্তাফিজও আইপিএল খেলে। আইপিএল ছাড়া অন্য লিগগুলোয় হয়তো সাকিব নিয়মিত খেলে। জানি না কী সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত যদি হয়েও থাকে, এটা মনে হয় না বড় কোনো সমস্যা। সবাই চায় বাংলাদেশের হয়ে খেলতে, দেশের প্রতিনিধিত্ব করতে। এখানে সমস্যা হওয়ার কথা নয়।’

বুধবার (১৫ নভেম্বর) সকালে বারিধারায় একটা মাদকবিরোধী অনুষ্ঠানে এসব কথা বলেছেন মাশরাফি।

বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় সতীর্থদের সঙ্গে এ বিষয়ে খুব একটা কথা হয়নি জানিয়ে মাশরাফি বলেছেন, ‘বিসিবির সিদ্ধান্ত নিয়ে তাদের ভাবনা কী, সেটিও তাই বলতে পারছি না।’

মাশরাফি মনে করেন, বিষয়টি নিয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনার সুযোগ আছে বিসিবির।

তিনি বলেছেন, ‘আমার কাছে মনে হয় বোর্ডের সঙ্গে কথা বললে পরিষ্কার হওয়া যাবে। আমি শুনেছিই কাল। আলোচনা করে এটা ঠিক হতে পারে। এর আগেও শুনেছি, আন্তর্জাতিকভাবেই নিয়মটা হতে যাচ্ছে যে প্রতিটি দেশের খেলোয়াড় দুটির বেশি বিদেশি লিগ খেলতে পারবে না।’

এদিকে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাকরি ছেড়ে দেওয়া প্রসঙ্গে কথা বলতে হয়েছে মাশরাফিকে। হাথুরুসিংহের চলে যাওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ইতোমধ্যে বাংলাদেশের ভবিষ্যত কোচ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে।

এ বিষয়ে মাশরাফি তার ব্যক্তিগত চিন্তা-ভাবনা প্রকাশ করেছেন। তিনি মনে করেন না কোচ নিয়োগের বিষয়ে খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের আলাপ-আলোচনার কোনো প্রয়োজন রয়েছে।

মাশরাফি বলেছেন, ‘আজ পর্যন্ত যত (বিদেশি) কোচ এসেছেন গত ১৬-১৭ বছরে, আমার অন্তত মনে পড়ে না আমাদের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে। এখনো মনে করি না আমাদের সঙ্গে এ নিয়ে আলোচনার প্রয়োজন আছে। আমাদের দায়িত্ব মাঠে খেলা। যিনিই আসুন, তার পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। কে আসবেন, সেটা ব্যাপার নয়। যিনি আসবেন, নিশ্চয়ই তার সাক্ষাত্কার নেবে বিসিবি। তাকে চিন্তা করেই নেওয়া হবে।’

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর