thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

দুইয়ে উঠে এল খুলনা

২০১৭ নভেম্বর ১৭ ২৩:২৯:৩৯
দুইয়ে উঠে এল খুলনা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে জয়ের ধারায় ফিরেছে খুলনা টাইটানস। আগের ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে আগের ম্যাচে হারের ক্ষত শুক্রবার পুষিয়ে নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন চিটাগাং ভাইকিংসকে ৫ উইকেটে হারিয়েছে খুলনা টাইটানস। জয়ের জন্য খুলনাকে ১৬১ রানের টার্গেট দিয়েছিল টস হেরে আগে ব্যাটিং করা চিটাগাং।

খুলনার জয়ে এদিন ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মিডল অর্ডারে নেমে ৩৫ বলে হার মানা ৪৮ রান করেছেন তিনি। এ ছাড়া রাইলি রোসো ২৬ বলে ৪৯ এবং আরিফুল হক ২৪ বলে ৩৪ রান করেছেন। তাতেই ইনিংসের ১০ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয়ের স্বাদ পায় খুলনা।

এর আগে ব্যাটিংয়ে নেমে আনামুল হকের ৬২, সৌম্য সরকারের ৩২, নাজিবুল্লাহ জারদানের ২৪ এবং ভ্যান জিলের অপরাজিত ২৩ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬০ রান করে চিটাগাং।

ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন রাইলি রোসো।

এই জয়ে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে খুলনা টাইটানস।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর