thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

দুই পাকিস্তানি জিতালো কুমিল্লাকে

২০১৭ নভেম্বর ২০ ১৮:৩৯:২৫
দুই পাকিস্তানি জিতালো কুমিল্লাকে

দ্য রিপোর্ট প্রতিবেদক : বল হাতে হাসান আলী, ব্যাট হাতে শোয়েব মালিক; এই দুই পাকিস্তানি ক্রিকেটারের নৈপুণ্যে সোমবার (২০ নভেম্বর) বিপিএলে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এ দিন ঢাকা ডায়নামাইটসকে ৪ উইকেটে হারিয়েছে কুমিল্লা।

আসরে প্রথম ম্যাচ হারের পর এটি কুমিল্লার টানা পঞ্চম জয়। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ঢাকাকে সরিয়ে টেবিলের শীর্ষে উঠেছে দলটি। আর ৭ খেলায় ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে নেমে গেল ঢাকা।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। প্রায় প্রত্যক ম্যাচেই উড়ন্ত সূচনা করা ঢাকা, এবার শুরুতেই ব্যাকফুটে চলে যায়। কুমিল্লার পাকিস্তানী খেলোয়াড় হাসান আলীর বোলিং তোপে ১২ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান মারকুটে ওপেনার ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস ও গত আসরে দুর্দান্ত ব্যাটিং করার মেহেদি মারুফ। লুইস ৭ রান করলেও খালি হাতে ফিরতে হয়েছে মেহেদিকে।

এরপর ৯২ রানের জুটি গড়েন আরেক ওপেনার সুনীল নারাইন ও শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। নারাইনের বিধ্বংসী ব্যাটিং-এ এই জুটিতে বড় রান জড়ো হয়। মাত্র ৩০ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নারাইন। অপর প্রান্তে মাত্র ২৮ রান করতে পারেন সাঙ্গা।

সাঙ্গাকারা বিদায়ের পর ঢাকার আর কোন ব্যাটসম্যানই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেননি। কারন হাসানের পেস তোপে দিশেহারা হয়ে পড়েন ঢাকার ব্যাটসম্যানরা। মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাদ্দাম ও শেষ ব্যাটসম্যান আবু হায়দারকে তুলে নিয়ে টি-২০ ক্যারিয়ারে প্রথমবারের মত ৫ উইকেট নেন হাসান। শেষ পর্যন্ত তার বোলিং ফিগার ছিলো ৩ দশমিক ৩ ওভারে ২০ রানে ৫ উইকেট। ৫ ব্যাটসম্যানকেই বোল্ড আউট করেছেন হাসান।

হাসানের বিধ্বংসী বোলিং-এ ১২৮ রানেই গুটিয়ে যায় ঢাকা। নারাইনের কল্যাণে এই স্কোর পর্যন্ত আসতে সমর্থ হয় ঢাকা। ৪৫ বল মোকাবেলা করে ৭টি চার ও ৫টি ছক্কায় সর্বোচ্চ ৭৬ রান করেন নারাইন।

জয়ের জন্য ১২৯ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে ঢাকার পাকিস্তানী পেসার মোহাম্মদ আমিরের প্রথম দু’বলেই দু’টি বাউন্ডারি তুলে নেন কুমিল্লার অধিনায়ক তামিম ইকবাল। দলনেতার ব্যাটিং দেখে উৎসাহি হতে পারেননি আরেক ওপেনার লিটন কুমার দাস। পরের ওভারেই শূন্য রানে ফিরেন তিনি।

সতীর্থকে হারিয়ে নিজেকে দমিয়ে রাখেননি তামিম। ইনিংসের তৃতীয় ওভারে নারাইনের প্রথম বলে উইকেট ছেড়ে লং-অন দিয়ে ছক্কা হাঁকান তামিম। কিন্তু পরের বলে একইভাবে মারতে গিয়ে স্টাম্পড আউট হওয়ার আগে করেন ১৮ রান ।

এরপর ইমরুল ও পাকিস্তানের শোয়েব মালিক দলের হাল ধরেন। কিন্তু জুটিতে ৩৫ রানের বেশি যোগ করতে পারেননি। ব্যক্তিগত ২০ রানে ইমরুল বিদায় নেবার পর এক প্রান্ত আগলে লড়াই করেন মালিক। তাকে যোগ্যভাবে সঙ্গ দিতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভো, ইংল্যান্ডের জশ বাটলার ও মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু তারপরও নিজের প্রতি আত্মবিশ্বাস ছিলো অভিজ্ঞ মালিকের। সেই আত্মবিশ্বাসেই ২ বল বাকী থাকতেই কুমিল্লাকে দুর্দান্ত এক জয় এনে দেন মালিক। ৪টি চার ও ১টি ছক্কায় ৫৩ বলে দায়িত্বশীল ৫৪ রান করেন মালিক। তার সাথে মেহেদি হাসান ৩ রানে অপরাজিত ছিলেন। ঢাকার পক্ষে ২টি করে উইকেট নেন পাকিস্তানের মোহাম্মদ আমির ও নারাইন।

সংক্ষিপ্ত স্কোর :

ঢাকা ডায়নামাইটস : ১২৮/১০, ১৮.৩ ওভার (নারাইন ৭৬, সাঙ্গাকারা ২৮, হাসান ৫/২০)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১২৯/৬, ১৯.৪ ওভার (মালিক ৫৪*, ইমরুল ২০, নারাইন ২/১৭)।

ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : হাসান আলী (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর