thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজশাহীকে ২ উইকেটে হারালো খুলনা

২০১৭ নভেম্বর ২১ ১৭:০৭:২৭
রাজশাহীকে ২ উইকেটে হারালো খুলনা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে খুলনা টাইটানস। এদিন রাজশাহী কিংসকে ২ উইকেটে হারিয়েছে দলটি।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান তোলে ড্যারেন স্যামির নেতৃত্বাধীন দলটি। জবাবে ১৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে খুলনা।

রাজশাহীকে লড়াই করার মতো পুঁজি এনে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার ডোয়াইন স্মিথ ও বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। স্মিথ ৩৬ বলে ৬২ এবং মুশফিক ৩৩ বলে ৫৫ রান করেন। এ ছাড়া জেমস ফ্রাঙ্কলিন ২৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন।

অন্যদিকে, খুলনা জয়ের বন্দরে পৌঁছায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল হকের ব্যাটে চড়ে। মাহমুদউল্লাহ ৪৪ বলে ৫৬ রান করে আউট হলেও আরিফুল ১৯ বলে ৪৩ রান করে অপরাজিত ছিলেন।

ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন আরিফুল।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর